ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
সীতাকুণ্ডে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী গণসংযোগ চলাকালে আওয়ামীলীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল মোস্তফা কামাল চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুইজন।



নুরুল মোস্তফার অভিযোগ, প্রতিদ্বন্ধী প্রার্থী এস এম আল মামুনের অনুসারিরা এ হামলা চালিয়েছে।

তিনি বাংলানিউজকে বলেন, সকালে গণসংযোগ করার সময় মামুনের অনুসারী স্থানীয় যুবলীগ নেতা শিমুলের নেতৃত্বে ১০-১২ জন অতর্কিত আমাদের উপর হামলা চালায়।
এসময় বাহার ও আলীম নামে আমার দুই জন কর্মী আহত হয়। তাদেরকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ধস্তাধস্তি হয়েছে শুনেছি, এর বেশী কিছু না।

এদিকে, হামলা প্রসঙ্গে আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আল মামুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।