ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগ নেতার উপর হামলা

লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় মোকতার হোসেন মানিক নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জন আসামী করে একটি মামলা দায়ের হয়েছে।

আহত ছাত্রলীগ নেতা মোক্তারের মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন।



লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান বাংলানিউজকে জানান, বুধবার রাতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা বেগমসহ ২৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।

অভিযুক্তদের মধ্যে নুরুল আবছার গত ৩১ জানুয়ারি উপজেলার চুনতি এলাকায় এক ধর্মীয় মাহফিলে স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর উপর জুতা নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে আছেন।


প্রসঙ্গত, গত রোববার লোহাগাড়ার সাতগড় গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, মার্চ ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।