ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রোহিঙ্গাসহ দু’গাঁজা বিক্রেতা আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
চট্টগ্রামে রোহিঙ্গাসহ দু’গাঁজা বিক্রেতা আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার স্টেশন রোড থেকে পাঁচ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক দু’জনের মধ্যে একজন শরণার্থী হিসেবে আসা মায়ানমারের রোহিঙ্গা নাগরিক।



মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়েছে।

আটক দু’জন হল, কক্সবাজার জেলার টেকনাফের লেদা এলাকার নতুনপাড়া শরণার্থী ক্যাম্পের মৃত আব্বাস মিয়ার ছেলে সোনা মিয়া (২৬) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে মনু মিয়া (২৮)।


নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, আটক দু’জন ছোট চটের বস্তায় ভর্তি গাঁজাগুলো নিয়ে ক্রেতার কাছে হস্তান্তরের উদ্দেশ্যে রেলস্টেশনের সামনে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে আটকের পর তাদের কাছে হাতেনাতে গাঁজাগুলো পাওয়া যায়।

উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম ৪০-৫০ হাজার টাকা বলে তিনি জানান। এছাড়া আটক দু’জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ঘণ্টা, মার্চ ০৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad