ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরীতে পানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, মার্চ ৪, ২০১৪
নগরীতে পানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান সিলগালা

চট্টগ্রাম: লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাত করায় একটি প্রতিষ্ঠান সিলগালা ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ স্ট্যান্ডর্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন(বিএসটিআই) মঙ্গল অভিযান পরিচালনা করেন।

এতে নের্তৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা।

বিএসটিআই সূত্র জানায়, লাইসেন্স না থাকায় নগরীর সিইপিজেড থানার আলী শাহ মাজার রোডে অবস্থিত রহমান এন্টারপ্রাইজকে সিলগালা করে দেওয়া হয়।


এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বন্দরটিলা এলাকার এভারগ্রিন ড্রিংকস অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা এবং সিইপিজেড থানার হাজী শামসুল ইসলাম লেইনের আল মদিনা ড্রিংকস অ্যান্ড বেভারেজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘন্টা, মার্চ ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।