ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রশাসনের বিরুদ্ধে হেফাজতের সঙ্গে আঁতাতের অভিযোগ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, মার্চ ৪, ২০১৪
প্রশাসনের বিরুদ্ধে হেফাজতের সঙ্গে আঁতাতের অভিযোগ

চট্টগ্রাম: প্রশাসন হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আঁতাত করে হাটহাজারী উপজেলা ইসলামী ছাত্রসেনা নেতা সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা নেতারা।  

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট সংলগ্ন মদনহাট এলাকায় মানবব্ধন পূর্ব এক সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।

ইসলামী ছাত্রসেনা হাটহাজারী উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা সাইফুল হত্যাকারী হেফাজতী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনকে ১৫ দিনের সময় বেধে দেন।


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ১১ মাস পরও আসামীকেও গ্রেফতার করতে না পারায় হেফাজতীতের সাথে প্রশাসনের গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

ছাত্রনেতা মুহাম্মদ জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ইকবাল হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু মুসা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১১০ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।