ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, মার্চ ৪, ২০১৪
শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

চট্টগ্রাম: নগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামী শনিবার শুরু হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

এদিন বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সংসদ সদস্য এম আবদুল লতিফ ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


চট্টগ্রাম চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী ‍বৃহস্পতিবার দুপুরে চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে এতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়:২০৩০ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।