ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুইদিন ব্যাপী দরসুল কোরআন মাহফিল শুক্রবার শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
চট্টগ্রামে দুইদিন ব্যাপী দরসুল কোরআন মাহফিল শুক্রবার শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে দুইদিন ব্যাপী ১১তম পবিত্র দরসুল কোরআন মাহফিল আগামী শুক্রবার শুরু হবে। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য মাহফিল প্রতিদিন বেলা দুইটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে।



এবার প্রথমবারের মত প্রথম দিন শুধুমাত্র মহিলাদের ও দ্বিতীয় দিন পুরুষদের জন্য কোরআনের ব্যাখ্যা শুনার ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাহফিল প্রস্তুতি কমিটির সচিব এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম।


এসময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, সাবেক চেয়ারম্যান অ্যাড. আবু নাছের তালুকদার, সদস্য মুজিবুল হক শুক্কুর, এস এম
আবদুল করিম তারেক।

মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উদ্বোধক থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উদ্বোধক থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। প্রতিদিন দরস পেশ করবেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর।

বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।