ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মার্চ ৪, ২০১৪
সীতাকুণ্ডে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বাধা

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্বাচনী প্রচরণা চালাতে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী প্রতিপক্ষের কর্মীদের বাধার সম্মুখিন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে সীতাকুণ্ড সদরের কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



পরিকল্পিতভাবে প্রতিদ্বন্ধী প্রার্থী এস এম আল মামুনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, দুপুরে প্রচারণা চালানোর সময় মামুনের কয়েকজন কর্মী এসে আমাদের প্রচারণায় বাধা দেয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আমরা প্রচারণা শুরু করি।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম আল মামুন ফোন রিসিভ করেননি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, দুই প্রার্থীর অনুসারিদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘন্টা, মার্চ ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।