ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি মেডিকেল সেন্টারে হামলা

ভুলের জন্য ক্ষমা চাইলো চবি ছাত্রলীগ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, মার্চ ৩, ২০১৪
ভুলের জন্য ক্ষমা চাইলো চবি ছাত্রলীগ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে হামলার ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পর কাজে যোগ দিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ছাত্রলীগ।

এসময় আগামীতে এ ধরণের ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দেয় তারা।

সোমবার চবি উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে দু’দফা আলোচনায় সমঝোতায় হওয়ার পর বিকেল ৩টা থেকে সেন্টারের কার্যক্রম শুরু হয় বলে জানান প্রধান চিকিৎসক ডা. সাইফুল্লাহ।


মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তাফা কামাল বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে প্রথমে চবি অফিসার সমিতি কার্যালয় এবং পরে উপাচার্য কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে। আগামীতে ধরনের ঘটনা ঘটাবে না বলেও আশ্বাস দিয়েছে।

রোববার চবি মেডিকেল সেন্টারে হামলা চালায় ছাত্রলীগের ১০-১২জন নেতাকর্মী। এতে চিকিৎসকসহ ৩ জন আহত হয়। ঘটনার পর থেকে মেডিকেল সেন্টারের সকল কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ২১০০ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।