ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আইন কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মার্চ ৩, ২০১৪
আইন কলেজ ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম: সংগঠনের আহ্বায়ক জায়েদ বিন রশিদের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল।

সোমবার বিকাল পাঁচটায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতা-কর্মীরা।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কলেজ ছাত্র সংসদের বহিষ্কৃত ভিপি শ্যামল ও জিএস সরওয়ারের নেতৃত্বে পরিকল্পিতভাবে রশিদের উপর হামলা চালানো হয়েছে।
বহিষ্কৃত হওয়া স্বত্ত্বেও শ্যামল ও সরওয়ার কলেজ সংসদকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করছেন।

তারা বলেন, দোষীদের কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

রবিউল হোসেনের সভাপতিত্বে ও ফরিদ আহম্মদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান শফিক, সাবেক সহ সভাপতি এস এম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১০১ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।