ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেএফসিকে সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
কেএফসিকে সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: অগ্নি নিরাপত্তা সরঞ্জাম স্বল্পতার কারণে ট্রান্সকম ফুডস লিমিটেড’র আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসিকে সতর্ক করেছে ভ্রাম্যাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ কেএফসিকে সতর্ক করে ১৫ দিনের সময় বেধে দেন।



সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


তিনি বাংলানিউজকে জানান, নিরাপত্তা সরঞ্জাম না থাকায় নগরীর ওয়াসা মোড়ে আফসানা বিল্ডার্স ম্যানেজম্যান্ট লিমিটেড নামে একটি বহুতল ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমান করে ভবনটি সিলগালা করা হয়েছে।

এদিকে ফায়ার সার্টিফিকেট না থাকায় নগরীর ওয়াসা মোড়ে সিমেন্স কোম্পানীর বিক্রয় কেন্দ্র সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া একই কারণে লালখানান বাজার এলাকায় বে অ্যাম্পোরিয়ালকে আর্থিক জরিমানা, ওয়াসা মোড়ে রিসিট কম্পিউটার ও মধুমতি এয়ার কন্ডিশনকে সিলগালা করা হয়।  

বাংলাদেশ সময়:২০৩১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।