চট্টগ্রাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান বলেছেন, বাউবি’র শিক্ষাকে আরো গতিশীল করার জন্যে অল্প কিছু দিনের মধ্যেই একটি টিভি চ্যানেলে অনুমোদন পাওয়া যাবে। এ চ্যানেলটি চালু হলে বাউবি’র শিক্ষায় নতুন মাত্রা যোগ হবে।
শনিবার চট্টগ্রামের সমন্বয়কারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাউবি উপাচার্য।
বাউবির আঞ্চলিক পরিচালক ড. আজিজুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, হাজেরা তজু কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসাইন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪