ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় যুবকের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, মার্চ ১, ২০১৪
আনোয়ারায় যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার দুপুরে পরৈকোড়ার উষখাইন এলাকায় জমিতে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

পরে আনোয়ারা থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আনোয়ারা থানার ওসি হুমায়ন কবির বাংলানিউজকে জানান, যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হতে পারে।
তার পরণে জিনসের প্যান্ট ও টি শার্ট ছিল। তার দু’হাত কাপড় দিয়ে পেছনের দিকে বাঁধা ছিল।

তবে যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায়ও কোন ধরনের চিহ্ন দেখেনি পুলিশ।

ওসি বাংলানিউজকে বলেন, কিভাবে যুবকের মৃত্যু হয়েছে সেটি আমরা এখনও নিশ্চিত নয়। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।