ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইরানের কাছাকাছি ‘ক্রিস্টাল গোল্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
ইরানের কাছাকাছি ‘ক্রিস্টাল গোল্ড’

চট্টগ্রাম: সোমালীয় জলদস্যুদের তাড়া খেয়ে পাকিস্তানে আশ্রয় নেয়া বাংলাদেশি জাহাজ ‘ক্রিস্টাল গোল্ড’ ইরানের কাছাকাছি পৌঁছেছে।

জাহাজটি আগামী কাল রোববার ইরানের আব্বাস বন্দরে পৌঁছবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার বাংলানিউজকে বলেন, শনিবার সকালে ‍জাহাজটি ইরানের আব্বাস বন্দরের দিকে যাত্রা ‍শুরু করে এখন সম্পূর্ণ নিরাপদে ইরানের দিকে যাচ্ছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জাহাজটি ইরানের কাছকাছি পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, আগামী কাল রোববার জাহাজটি ইরানের আব্বাস বন্দরে পৌঁছতে পারে।
 

ভারতের কাডলা বন্দরে পণ্য খালাস করে ইরানের বন্দর আব্বাসে যাওয়ার পথে শুক্রবার বিকেলে আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের দুটি ছোট জাহাজ তাড়া করে। জলদস্যূদের উপস্থিতি আঁচ করতে পেরে জাহাজের ক্যাপ্টেন জাকির হোসেন মালিক পক্ষের চট্টগ্রাম কার্যালয়ে বিপদ সংকেত পাঠায়। এরপর জাহাজের মালিক পক্ষ সমুদ্র পরিবহন অধিদপ্তরের সহায়তায় পাকিস্তান নৌ বাহিনীর সহযোগিতা কামনা করেন। পরে পাকিস্তান উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দুরে আশ্রয় নেয় জাহাজটি।

প্রায় ৪০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার জাহাজটি খালি থাকায় দ্রুত নিরাপদে পাকিস্তান উপকূলে ফিরতে সক্ষম হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।