ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, মার্চ ১, ২০১৪
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পড়ে।



পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম শহর অভিমুখী মাইক্রোবাসটি (চট্টমেট্রো-চ-১১-১৪১৫) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলেই আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ঘটনাস্থলে নিহত হয়।

এছাড়া আহত অবস্থায় মহিলাসহ পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান এস আই ফখরুল।

নিহত পুরুষ গাড়িচালক বলে ধারণা করছেন এস আই ফখরুল ইসলাম। তার নাম, পরিচয় এখনও পায়নি পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িও পুলিশ উদ্ধার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।