চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শনিবার তড়িৎ প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগের সম্মানিত চেয়ারম্যান ইফতেখার মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদক প্রাপ্ত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী, তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক অনিল কান্তি ধর, সহকারী অধ্যাপক টোটন চন্দ্র মল্লিক, কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আকরামুল কবির খান ও সহকারী অধ্যাপক সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল, তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক জনাব সাইফুদ্দিন মুন্না এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজা ফারুক।
ড.অনুপম সেন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় মানে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়া নয় বরং নতুন আরেক জীবনে পদার্পণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।
মোহাম্মদ হাসান ও জান্নাতুন নাইমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী ফরহাদ উদ্দিন, নিজাম উদ্দিন, রিফাত হাসান, শুভ্র দে এবং তন্ময় নাহা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ড. অনুপম সেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪