ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, মার্চ ১, ২০১৪
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন খসরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহর ও বন্দর থানা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে নরগীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ধূমপাড়া ও হালিশহর থানার আব্বাসপাড়া এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের  মাঝে ত্রাণ সামগ্রি তুলে দেন তিনি।



পরিদর্শকালে নগর বিএনপির সভাপতি ক্ষতিগ্রস্থ জনগণের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেন। এসময় তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


অন্যান্যদের মধ্যে বন্দর থানা বিএনপি সভাপতি এম এ আজিজ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হানিফ সওদাগর, মহিলা দল নেত্রী সাহেদা খানম, বিএনপি নেতা আবু শুক্কুর, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ বক্কর, বিএনপি নেতা আবুল হাসেম, শহিদ মোহাম্মদ চৌধুরী, কামাল পাশা নিজামী, মোহাম্মদ আলমগীর, আবুল কালাম আজাদ সেলিম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মহসিন, সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:১৯৪০ঘন্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।