ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তৃতীয়-চতুর্থ দফা উপজেলা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, মার্চ ১, ২০১৪
তৃতীয়-চতুর্থ দফা উপজেলা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি

চট্টগ্রাম: তৃতীয় ও চতুর্থ দফা উপজেলা নির্বাচনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপি সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
 
তবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৯ দলীয় জোটের শরীক এলডিপি প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে।



বিএনপি সমর্থিত প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ চলছে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে জানিয়ে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে নিজেকে একক প্রার্থী দাবি করে প্রচারণা থেকে বিরত থাকার জন্য মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোমান।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


প্রার্থী চূড়ান্ত করতে ইতিমধ্যে আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম উত্তর ও দণি জেলার বিএনপি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট উপজেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এবং বিএনপি নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।