ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রলার ডুবি

এক নাবিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, মার্চ ১, ২০১৪
এক নাবিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৪

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার এফবি সালসাবিলের এক নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার নাবিক।



২৩ জন নাবিক নিরাপদ স্থানে ফিরেছেন বলে জানিয়েছে ট্রলারটির মালিক পক্ষ।

গভীর সমুদ্রে মাছ আহরণ করে কক্সবাজারের হ্যাচারিতে ফেরার সময় শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এফবি সালসাবিল।


ফিশিং ট্রলারের স্বত্তাধিকারি আলী এন্ড ব্রাদার্সের মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার সময় জাহাজের ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জন সাঁতরিয়ে নিরাপদ স্থনে আসতে সক্ষম হয়। ৫ জন নিখোঁজ ছিল।

এরমধ্যে শনিবার ভোরে সুরুজ নামে এক নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায়।

এছাড়া জহাজের ২ জন ইঞ্জিনিয়ার, একজন নাবিক ও একজন ব্রিজআরসহ মোট চারজন এখনো নিখোঁজ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।