ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় দুর্ঘটনায় দু’পুলিশ আহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
বাকলিয়ায় দুর্ঘটনায় দু’পুলিশ আহত

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার নাহার ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ এবং কনস্টেবল আলমগীর।



শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, কর্ণফুলী থানা থেকে একটি মামলার তদন্তে মোটর সাইকেলযোগে বাকলিয়ায় যাচ্ছিলেন দুর্ঘটনার শিকার দু’পুলিশ সদস্য।


তাদের বহনকারী মোটর সাইকেল নাহার ফিলিং স্টেশনের সামনে এলে ওই স্টেশন থেকে দ্রুতগতিতে বের হওয়া একটি অটোরিক্সা তাদের ধাক্কা দেয়। এতে দু’জন মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

গুরুতর আহত দু’জনকে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মোস্তাক আহমেদ আরও জানান, আবুল কালাম আজাদ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা আশংকাজনক। কনস্টেবল আলমগীরও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক চোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, মার্চ ০১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।