ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, মার্চ ১, ২০১৪
কক্সবাজারে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

চট্টগ্রাম: কক্সবাজার জেলার সদর থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো.সাদেক (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেকের মৃত্যু হয়েছে।



সাদেক কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামের জনৈক গফুর উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।


সাদেকের নিকটাত্মীয় আবদুল্লাহ আল মোমিন বাংলানিউজকে জানান, সাদেক শুক্রবার সকালে কক্সবাজার শহরে তার বড় ভাই অ্যাডভোকেট সরোয়ার আলমের বাসায় বেড়াতে আসেন।

রাত ১১টার দিকে কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল মোতাসসিম বিল্লাহ বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

কি কারণে সাদেককে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছুই এখনও জানতে পারেননি তার স্বজনরা।

সাদেকের বড় ভাইয়ের শ্যালক মোমিন বাংলানিউজকে বলেন, ‘ছিনতাইকারীরা যদি ছুরিকাঘাত করত তাহলে মোবাইল নিয়ে যেত। কিন্তু মোবাইল নিয়ে যায়নি। সে কারণে বুঝতে পারছিনা, কারা খুন করেছেন, কি কারণে খুন করেছেন। ’

বাংলাদেশ সময়: ১০৪০ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।