ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাগরে ফিশিং ট্রলার ডুবি, নাবিকরা নিরাপদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
সাগরে ফিশিং ট্রলার ডুবি, নাবিকরা নিরাপদে

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শুক্রবার বিকেলে আকস্মিক একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ২৫ জন নাবিক সাঁতার কেটে পাশের একটি জাহাজে নিরাপদে আশ্রয় নিয়েছেন।


 
এফবি সালসাবিল নামের ফিশিং ট্রলারের স্বত্তাধিকারি আলী এন্ড ব্রাদার্সের মোহাম্মদ আলী ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ জন নাবিক সাঁতার কেটে পাশের একটি জাহাজে উঠতে সক্ষম হয়। তারা সুস্থ রয়েছেন বলেও তিনি জানান।


তিনি বলেন, সাগরে আচমকা বাতাসের ঘুর্ণিতে পড়ে জাহাজটি উল্টে গিয়ে ডুবে যায়।

তবে খোঁজ নিয়ে জানা যায়, দশ দিন আগে নগরীর ফিশারিঘাট থেকে এফভি সালসাবিল ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে যায়। শুক্রবার দুপুরে মাছ ধরার সময় ট্রলারটি আকস্মিক উল্টে যায়। অভিযোগ রয়েছে, ট্রলারটি অনেকদিনের পুরোনো। এটি বেশ কয়েকবার বিভিন্ন মালিকানায় হাতবদল হয়ে আলী এন্ড ব্রাদার্সের কাছে আসে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।