ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া ও লোহাগাড়ায় বিএনপি-জামায়াত প্রার্থীর জয়

রমেন দাশগুপ্ত ও আবদুল্লাহ আল মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
পটিয়া ও লোহাগাড়ায় বিএনপি-জামায়াত প্রার্থীর জয়

চট্টগ্রাম: জেলার পটিয়া ও লোহাগাড়া উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

পটিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী মোজাম্মেল হক টিপু (অনারস) পেয়েছেন ৮১ হাজার ৪শ ৫৮ ভোট।

নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসির আহমেদ (কাপ-পিরিচ) পেয়েছেন ৩০ হাজার ১৮ ভোট।

পটিয়া উপজেলা নির্বাহী কমর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রোকেয়া পারভীন রাত সোয়া ১১টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।


পটিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্টের এয়ার মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আফরোজা আকতার জলি নির্বাচিত হয়েছেন।

লোহাগাড়ায় জামায়াত সমর্থিত প্রার্থী ফরিদ উদ্দিন খান (দোয়াত কলম) পেয়েছেন ৪৯ হাজার ৭৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী জিয়াউল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ২১৯ ভোট।

লোগাগাড়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত নুরুল আফসার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমির্থত গুলশান আরা জয়ী হয়েছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিজনুর রহমান বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।