ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী জয়ী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা (আনারস) উপজেলার ১১ কেন্দ্রর ফলাফলে ৪ হাজার ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সা থোয়াই মারমা (মোটরসাইকেল ) পেয়েছেন ২ হাজার ৯৪৬ ভোট।



ভাইস চেয়ারম্যান পদে অংগ্যপ্রু মারমা (চশমা) পেয়েছেন ৫ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেবি রাণী বসু (পদ্মফুল) পেয়েছেন ৫ হাজার ১০৮ ভোট।


বৃহস্পতিবার ওই উপজেলার ১১টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শওকত ওসমান এ তথ্য জানিয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯০৫ জন।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।