ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় দুই পক্ষের গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ আহত ২

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
লোহাগাড়ায় দুই পক্ষের গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ  আহত ২

লোহাগাড়া থেকে: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মোয়াজ্জেম হোসনে চৌধুরী শাওন ও এলডিপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।


সংঘর্ষে ইয়াছিন আরাফাত ও মো.জাহাঙ্গীর নামে দুইজন আহত হয়েছেন। তারা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সমর্থক।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলী জিন্নাহ বাংলানিউজকে বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের কারণে আধঘণ্টা ভোট বন্ধ ছিল। বিষয়টি সহকারী রিটানিং অফিসারকে জানানো হলে প্রশাসনের সহযোগিতায় ভোট গ্রহণ শুরু হয়।

উপজেলায় দায়িত্বরত মোবাইল টিমের পরিদর্শক আবদুস সালাম বাংলানিউজকে বলেন, ভোট কেন্দ্রের বাইরে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের শব্দ শুনেছি। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। কেন্দ্রের ভেতরে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

পানত্রিশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬২২জন। সাতটি বুথে চলছে ভোট গ্রহণ।

ওই কেন্দ্রে মহিলা ভোটার উপস্থিতি বেশি উল্লেখ করে বেলা ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।  

লোহাগাড়া উপজেলা নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-বিএনপির সমর্থক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন (কাপ-পিরিচ), বর্তমান উপজেলা চেয়ারম্যান এলডিপির সমর্থক জিয়াউল হক চৌধুরী বাবুল (দোয়াত-কলম) ও জামায়াত সমর্থক এডভোকেট ফরিদ উদ্দীন খান (আনারস)।

এ উপজেলায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। জামায়াত ঠেকাতে আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এলডিপি প্রার্থী জিয়াউল হক চৌধুরীকে সমর্থন দিয়েছে।  

এছাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- জামায়াতের সমর্থক নুরুল আবছার (তালা), আওয়ামী লীগের সমর্থক নিবাস দাশ সাগর (টিয়া পাখি), বিএনপির সমর্থক এসএম ছলিম উদ্দীন খোকন চৌধুরী (উড়োজাহাজ) ও এলডিপির সমর্থক মামুনুর রশিদ (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সমর্থক পারভীন আক্তার (প্রজাপতি), জামায়াতের সমর্থক গুলশান আরা বেগম (কলস) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াছমিন (হাঁস)।

বাংলাদেশ সময়:১২৫০ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।