ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুলকিতে আগ্রা ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীতের আসর

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
ফুলকিতে আগ্রা ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীতের আসর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে বসেছিল উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরোয়া আসর। এবারের আসরে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন ভারতের আগ্রা ঘরানার বিশিষ্ট শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম রহমান।



ফুলকির সহযোগী সংগঠন সুহৃদ আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে ফুলকি পরিচালিত সোনার তরী সাংস্কৃতিক স্কুলের শিক্ষার্থীরা রাগ ইমন পরিবেশন করে। অতিথি শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবীণ শিল্পী শিখা রানী দাশ।


এছাড়া মঞ্চে উপবিষ্ট অন্যান্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন রক্তকরবীর শিল্পী সৃষ্টি বড়ুয়া। এরপর ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন অতিথি শিল্পীকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।

সাবিনা ইসলাম মুমতাজ রহমান সঙ্গীত রিসার্চ একাডেমীতে স্কলারশীপ পেয়ে সঙ্গীত সাধনা করেছেন। আর গুরু হিসাবে পেয়েছেন ওস্তাদ বিজয় কিচলু ও শুভ্রা গুহকে। আগ্রা ঘরানার এই শিল্পী ইতিমধ্যেই ভারতে বেশ সুনাম অর্জন কুড়িয়েছেন। অনুষ্ঠানের শিল্পী শুরুতেই কেদার রাগে খেয়াল পরিবেশন করেন। এরপর একে একে কাফী রাগে একটি হিন্দুস্থানী টপ্পা, বসন্ত বাহার রাগে একটি ছোট খেয়াল ও সবশেষে ভৈরবী দিয়ে তাঁর পরিবশেনা শেষ করেন। কলারসিক প্রায় দেড়শতাধিক দর্শক মুগ্ধচিত্তে গান শোনেন।

অনুষ্ঠানে শিল্পীকে তবলায় পলাশ দেব, হারমোনিয়ামে টিংকু শীল, তানপুরায় গৌরী নন্দী সহযোগিতা করেবন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।