ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ কর্মী হত্যা

জামায়াতের সাবেক সাংসদ শামসুল ইসলামসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
জামায়াতের সাবেক সাংসদ শামসুল ইসলামসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ কর্মী মো. হাসান হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম সহ ২২ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের চাচা মোহাম্মদ আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় এছাড়াও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন।


তিনি জানান, অভিযুক্তদের মধ্যে জসিম উদ্দিন (৩৫) নামে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে দক্ষিণ কাঞ্চনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত রোববার রাত আটটার দিকে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকায় হাসানকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের পরিবার ও পুলিশের ধারণা, জামায়াত-শিবির ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘন্টা, মার্চ ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।