ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রামুর দৃষ্টিনন্দন বিহার পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
রামুর দৃষ্টিনন্দন বিহার পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় নির্মিত দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহারগুলো পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমান।

বুধবার দুপুরে রামুর উত্তর মিঠাছড়ি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও কেন্দ্রীয় সীমা বিহার ঘুরে ঘুরে দেখেন তিনি।



পরিদর্শনকালে  রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুণাশ্রী থের, বৌদ্ধ সমিতি (যুব) রামুর সভাপতি সুরেশ বাঙালি, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন ও বৌদ্ধ ধর্মীয় নেতা শিপন বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।