ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া জিরি মাদ্রাসা কেন্দ্রে হেফাজত-আওয়ামী লীগ ধাওয়া-পাল্টা ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
পটিয়া জিরি মাদ্রাসা কেন্দ্রে হেফাজত-আওয়ামী লীগ ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটিয়া থেকে: চট্টগ্রামের পটিয়া হেফাজতের ঘাটি হিসেবে পরিচিত জিরি মাদ্রাসা কেন্দ্রে হেফাজত কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগ সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনা ঘটে। সকাল ১০ টার সময় আল জামেয়াতুল আরবীয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা ভোট কেন্দ্রের বাইরে হেফাজত কর্মীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নাস্তিক বলে ভোটারদের মধ্যে প্রচারণা চালালে উপস্থিত আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা এ ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ জানায়।



এতে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বাংলানিউজকে জানান, দু’পক্ষে গন্ডগোলের খবর পেয়ে আমরা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।
patia_01
এদিকে ভোট গ্রহন শুরুর পর পটিয়ার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। জিরি মাদ্রাসা কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি বেশী। ভোট শুরুর প্রথম ঘন্টায় এখানে ১শ’৪৯ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ৩ হাজার ৮শ’ ৪৫ ভোট রয়েছে।

বাংলাদেশ সময়: ১১ ১০ ঘন্টা ফেব্রুয়ারি ২৭ ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad