ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে আগুনে পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
ইপিজেডে আগুনে পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় আগুনে পুড়েছে ৪৪টি বসত ঘর। চুলার আগুন থেকে সৃষ্ট আগুনে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সোমবার দুপুরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

খবর পেয়ে তিনটি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক এমএ মালেক বাংলানিউজকে জানান, ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের কলসি দীঘির পাড় এলাকায় চারজন মালিকের বিভিন্ন পরিমাপের এককক্ষ বিশিষ্ট ৪৪টি বসতঘর পুড়ে গেছে। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগ্রাবাদ, বন্দর ও ইপিজেট স্টেশনের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।