ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় জামায়াত-শিবিরের ২৭ কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
লোহাগাড়ায় জামায়াত-শিবিরের ২৭ কর্মী আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে আটক হয়েছে জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মী।

রোবার গভীর রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত লোহাগাড়ার অধিকাংশ ইউনিয়নে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে।



লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান বাংলানিউজকে জানান, আটক ২৭ জনের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।


আটক ২৭ জনের মধ্যে সাত মামলার ‍আসামী শিহাবউদ্দিন ও শাহজাহান নামে শিবিরের দু’জন দায়িত্বশীল আছে বলেও ওসি জানিয়েছেন।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে সন্ত্রাসের জনপদে পরিণত করে জামায়াত-শিবির।

মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগে সমালোচিত জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের সন্ত্রাসীদের সহিংসতায় লোহাগাড়ায় পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে তিনজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।