ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
চবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ৬টি কার্যনির্বাহী সদস্যপদসহ ১১টি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ(হলুদ দল)।

অধ্যাপক বেনু কুমার দে ৩৮১ ভোট পেয়ে সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ৪৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



রোববার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

নির্বাচনে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজের অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী সহ সভাপতি, মাইক্রোবায়োলজি বিভাগ সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন কোষাধ্যক্ষ, মার্কেটিং স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রভাষক এইচ এম কামরুল হাসান যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. দেব প্রসাদ পাল, আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, বাংলা বিভাগ অধ্যাপক ড. শিরীন আখতার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নব নির্বাচিত শিক্ষক সমিতির সদস্যবৃন্দকে অভিনন্দন জানান।

তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত শিক্ষক সমিতিকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বিজয়ীদের প্রতি আহবান জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখতে শিক্ষক নেতৃবৃন্দ ইতিবাচক ভূমিকা রাখবেন।

বাংলাদেশ সময়: ২১৫০ঘণ্টা, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।