ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাইল্ড হেভেন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
চাইল্ড হেভেন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম: চিটাগাং চাইল্ড হেভেন স্কুলে সম্প্রতি  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা নানান ধরনের খেলায় অংশ নিয়ে সবার নজর কাড়েন।

যার মধ্যে ছিলো চকলেট দৌড়, ব্যাঙ লাফ, মোরগের লড়াই, দুই পা বাধা দৌড়। এতে ছোটদের পাশপাশি ছিলো বড়দেরও পরিবেশনা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি তার বক্তব্যে সন্তানদের সঙ্গে প্রত্যেক অভিভাবককে বন্ধুসুলভ আচরণ করার পরামর্শ দেন।

একই সঙ্গে তাদের মেধা ও বুদ্ধি বিকাশে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানোর আহবান জানান তিনি। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাইল্ড হেভেন স্কুলের চেয়ারম্যান বিলকিস রাশেদ, অধ্যক্ষ জেবুন জোবায়েরসহ সকল শিক্ষক ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা ফেব্রুয়ারি ২৩ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।