ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সুশিক্ষা অর্জনের কোন বিকল্প নেই। তা অর্জনের মধ্যেই স্বাধীন দেশের প্রকৃত নাগরিকত্বের স্বাদ নিহিত রয়েছে।

বর্তমান প্রজন্মকে দেশের সংগ্রামী ইতিহাসের অংশ হিসেবে ভাষা আন্দোলনে বীর সন্তানদের মহান আত্মত্যাগের স্মরণে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের প্রতি, সমাজের প্রতি তাদের দায়বোধ সৃষ্টি হবে।


লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ব্যবস্থাপনায় রাউজানের মহামুনি পাহাড়তলী গ্রামের অনি স্মৃতি কমপ্লেক্স চত্বরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মসূচির ২য় পর্বে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সভাপতি লায়ন জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব’স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ এর গভর্নর লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ।
 
এতে স্বাগত বক্তব্য রাখেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অনি স্মৃতি কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। লায়ন্সের সদস্যদের আনুগত্য বাক্য পাঠ করান লায়ন সাব্বির আহমেদ ওসমানী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনি স্মৃতি কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান লায়ন সুপ্রভা বড়ুয়া, লায়ন নেওয়াজ মো. ইকবাল ইউসুফ, লায়ন মো. আহসান, রম্য সাহিত্যিক সত্যব্রত বড়ুয়া, দীপক জ্যোতি মুৎসুদ্দী, শিক্ষক মলয় মুৎসুদ্দী, শিক্ষক এম এ বারেক, আবু মোহাম্মদ, অনুপম বড়ুয়া, অঞ্জন বড়ুয়া।
সভাশেষে রাউজান, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচির ১ম পর্বে ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী, লিও ক্লাব অব চিটাগাং বন্ধন ও মহামুনি তরুণ সংঘের যৌথ উদ্যোগে এবং সানোফী বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ।

কর্মসূচির শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন দীপেন চৌধুরী ও উজ্জ্বল মুৎসুদ্দী। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন বিপ্লব বড়ুয়া। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ঘণ্টা, ফেব্রুয়ারী ২২, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।