ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়েছে তিন ব্যবসা প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
চট্টগ্রামে আগুনে পুড়েছে তিন ব্যবসা প্রতিষ্ঠান

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে সূর্যবিতান মার্কেটে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় দু’লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর সরওয়ার জাহান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তিনজন শুটকির আড়তদারের কার্যালয় পুড়ে গেছে। এগুলো হচ্ছে, লোকমান ফিশ, গ্লোব ফিশ এবং মোজাহের ফিশ প্রোডাক্টস লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।