ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে আগুনে পুড়েছে ৮ বসতঘর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
মিরসরাইয়ে আগুনে পুড়েছে ৮ বসতঘর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার করেরহাট ফরেস্ট অফিস এলাকায় আগুনে আটটি বসত ঘর পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাও পুড়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিকরা।



শনিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, করের হাট ফরেস্ট অফিস এলাকার মো. হারেছ সওদাগরের বাড়ির রান্না ঘরের চুলা  থেকে আগুনের সুত্রপাত হয়।
আগুন মো. বাসু মিয়া, মো. হানিফ, মোস্তফা মিয়া, মো. আমিন, নুর ইসলাম, সিরাজ মিয়া, মফিজ উদ্দিন ও মো. রাহুলের বসত বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনীর ছাগলনাইয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পুড়ে গেছে।



জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারী ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।