ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ফেব্রুয়ারি ২২, ২০১৪
সীতাকুণ্ডে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় মোস্তফা আলম প্রকাশ কালু (৬৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

পুলিশ শনিবার ভোরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা পরিবার নিয়ে ঘোড়ামারা রেল কলোনি এলাকায় থাকতেন। শুক্রবার রাতে তাদের সঙ্গে প্রতিবেশিদের ঝগড়া হয়।
এসময় সামান্য হাতাহাতিও হয়। এর এক পর্যায়ে মোস্তফা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে মোস্তফা মারা যান।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, মোস্তফার পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে। তবে আমরা শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি। আমরা মোস্তফার পরিবারকে মামলা করতে বলেছি, কিন্তু তারা কোন মামলা করতে আগ্রহী নয়।

ওসি বলেন, ‘কিভাবে মৃত্যু হয়েছে আমরা নিশ্চিত নয়। যেহেতু একটা অভিযোগ উঠেছে, আমরা ময়নাতদন্ত করছি। সেখানে আঘাতের আলামত পেলে মামলা হবে। ’

বাংলাদেশ সময়: ১৩০০ঘণ্টা, ফেব্রুয়ারি ২২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।