ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশের কবিতা নিয়ে প্রমা’র ‘সংকল্পে ২১’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪
একুশের কবিতা নিয়ে প্রমা’র ‘সংকল্পে ২১’

চট্টগ্রাম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের কবিতা নিয়ে ‘সংকল্পে ২১’ শিরোনামের আবৃত্তি পাঠের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন।

শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাষা শহীদদের স্বরণে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।



অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে প্রমা’র সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, ‘একুশ কেবল একটি সংখ্যা নয়, একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার। তাই আমাদের সকলকে একুশের চেতনা ধারণ করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।


তিনি আরো বলেন,‘বাংলাদেশের উপর যাদের কালো ছায়া জড়িয়ে আছে একুশের চেতনাকে বুকে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই কালো ছায়া সরাতে হবে। ’

প্রমা’র নাজমুল আলীম সাদেকী সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, শর্মিষ্ঠা বড়–যা, ইব্রাহিম খলিল মাসুদ, রুনা চৌধুরী, এটিএম সাইফুর রহমান, সোনিয়া ইসলাম, রাবেয়া সুলতান, সালমা জাহান, মাহফুজ আহমেদ, রাজু দাশগুপ্ত, আচরারুল হক, রোজী বিশ্বাস, তাসলিমা আক্তার বৃষ্টি, সঞ্জয় সরকার, শবনম ফেরদৌসী, উম্মে মাহনুমা, ফয়েজ আহমেদ, পরিতোষ দাশ, রোমেনা আফাস রুমি, তামান্না ইসলাম, সাজ্জাদ হোসেন তুষার, তনুজা বড়–য়া, তাসনিম জামান, পার্থ প্রতিম মহাজন কবিতা পাঠ করেন।    

বাংলাদেশ সময়:২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad