ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রভাত ফেরিতেও মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪
প্রভাত ফেরিতেও মানুষের ঢল

চট্টগ্রাম: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতেও মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে।

শুক্রবার ভোর থেকেই শহীদ মিনারে আসতে থাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তাদের দেয়া পুষ্পার্গে ভরে উঠে শহীদ মিনার।

সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে সর্বস্তরের মানুষ।

কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাসদ, ছাত্রমৈত্রীসহ  বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে আসা মানুষের কণ্ঠে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি। ’

এর আগে একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান শহীদ দিবসের আনুষ্ঠানিকতা। মন্ত্রীর পরেই ফুল দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। মন্ত্রী-প্রতিমন্ত্রীর পর ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম।

এরপর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগ শহীদ মিনারে ফুল দেন।

মন্ত্রী, সাংসদ, সরকারী কর্মকর্তাদের পুস্পস্তবক অর্পণের পালা শেষ হবার পর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

বাংলাদেশ সময়: ১২৫০ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।