ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অপারেশনের হুমকির পর বের হয় ১০০০ ইয়াবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
অপারেশনের হুমকির পর বের হয় ১০০০ ইয়াবা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড থেকে ওসমান গণি (১৮) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আটকের পর সন্দেহভাজন ওই ইয়াবা বিক্রেতা শরীরে তল্লাশি করে প্রথমে কিছুই পাওয়া যায়নি।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অপারেশন করে তার শরীর থেকে ইয়াবা বের করার হুমকি দেন। অপারেশনের হুমকিতে কাজ হয়।
বিশেষ কৌশলে পায়ূপথে করে নিয়ে আসা এক হাজার ইয়াবা বের করে দেয় ওসমান গণি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানকে আইস ফ্যাক্টরি রোডে সিটি কলেজের সামনে থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাংলানিউজকে বলেন, ‘আমরা সন্দেহের ভিত্তিতে ওসমানকে আটক করি। কিন্তু শরীরে তল্লাশি করে ভেবেছিলাম ভুল করে তাকে আটক করেছি। পেট অপারেশন করে ইয়াবা বের করব বলার পর সে পায়ূপথ দিয়ে আনা ইয়াবাগুলো বের করে দেয়। ’

ওসমানের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ধোয়াপালং এলাকায়। সে মায়ানমার থেকে ইয়াবা এনে সেগুলো চট্টগ্রাম শহরের বিক্রেতাদের কাছে সরবরাহ করে।

জিজ্ঞাসাবাদে ওসমান গণি জানিয়েছে, বিশেষ কৌশলে পায়ূপথের মাধ্যমে ওসমান গণি আগেও তিনবার ইয়াবা এনেছে।

এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিদর্শক তপন কান্তি শর্মা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad