ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাসের দাবিতে বিএনপির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
গ্যাসের দাবিতে বিএনপির মানববন্ধন

চট্টগ্রাম: নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নগরীর ষোলশহরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড‘র (কেজিডিসিএল) সামনে মানববন্ধ কর্মসূচি পালন করেছে বিএনপি।  

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মানববন্ধন শেষে কেজিডিসিএল মহাব্যবস্থাপক মীর আব্দুল মতিনের কাছে স্মারকলিপি দেন বিএনপি নেতারা।

এসময় নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা মনি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক এসএম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।


মানববন্দনে বক্তারা বলেন, বন্দর নগরী বাণিজ্যিক রাজধানী ও শিল্প বান্ধব শহর। চট্টগ্রামের দুটি সার কারখানা, স্টিল মিলস্, ছোট-বড় কয়েক’শ শিল্প কারখানা এবং সিএনজি রিফুয়েলিং ষ্টেশন রয়েছে। এই সমস্ত শিল্প কারখানা গ্যাস ছাড়া অচল। গ্যাস সংকটের কারণে এরই মধ্যে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে  নগরবাসী।

সংকট নিরসন করে শিল্প কারখানা ও আবাসিকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান তারা।

চট্টগ্রাম বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্বখাতে জমা হয় উল্লেখ করে বক্তারা বলেন, চট্টগ্রামের টাকা দিয়ে দেশের উন্নয়ন হলেও চট্টগ্রামবাসীর ভাগ্য উন্নয়ন হচ্ছে না।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মো. আলী, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন জামান, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণি, বিএনপি নেতা ইকবাল চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক জিএম আইয়ুব খান, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, পাঁচলাইশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসকান্দর মির্জা, যুগ্ম আহ্বায়ক মামুনুল ইসলাম হুমায়ুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এসএম সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।