ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে জয় পেয়েছে বিএনপি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
মিরসরাইয়ে জয় পেয়েছে বিএনপি

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন(আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৬ হাজার ১৭৯।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গতবারের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৯৫৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দিন মাহমুদ (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ইয়াছমিন আক্তার কাকলী(প্রজাপতি)।


উপজেলার টিটিসি হলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন মিরসরাই উপজেলার ৯৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন।

৯৬টি কেন্দ্রের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন(আনারস) পেয়েছেন ৫৬হাজার ১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন(দোয়াত কলম) পেয়েছেন ৪২হাজার ৯৫৩ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আতাউর রহমান (হেলিকপ্টার) পেয়েছেন ২৪হাজার ৭৬০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দিন মাহমুদ (তালা) ৪৫ হাজার ৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন(বই) পেয়েছেন ৩৪ হাজার ৪৬৫ ভোট। ফেরদৌস হোসেন আরিফ (টিয়া পাখি) পেয়েছেন ২৮ হাজার ৩৮০।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ইয়াছমিন আক্তার কাকলী (প্রজাপতি) ৬৬হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা ফেন্সী (কলস) পেয়েছেন ২৯ হাজার ৮৮৩ ভোট। রেহানা আক্তার (হাঁস) পেয়েছেন ১৩ হাজার ৮১১ ভোট।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।