ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানিকছড়িতে আ’লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাচনে ১৪টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছে। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৮৯ ভোট।



তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী এসএম রবিউল ফারুক মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন  ৪ হাজার ৪৫৬ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।


এ উপজেলায় ১৪ ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩৬ হাজার ৫২৫ ভোট।

প্রথম দফায় দেশের ৯৭টি উপজেলায় নির্বাচনের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলায় বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।