ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাই উপজেলা নির্বাচন

ভোটগণনার সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
ভোটগণনার সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মিরসরাই উপজেলা নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলা সদরে উত্তেজনা শুরু হয়।

এসময় বেশকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরে ফলাফল ঘোষণা বন্ধ রাখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন।


ঘটনাস্থলে পুলিশ, ৠাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এর আগে মিরসরাই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন। ২২ কেন্দ্রের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন(আনারস) পেয়েছেন ১১হাজার ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন(দোয়াত কলম) পেয়েছেন ৯হাজার ৯১৩ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আতাউর রহমান (হেলিকপ্টার) পেয়েছেন ৪হাজার ৩৯৯ ভোট।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।