ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে কেন্দ্র দখলের অভিযোগ আ’লীগ বিদ্রোহী প্রার্থীর

মিরসরাই প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
মিরসরাইয়ে কেন্দ্র দখলের অভিযোগ আ’লীগ বিদ্রোহী প্রার্থীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কেন্দ্র দখল, নির্বাচন বানচাল ও পুলিশি হয়রানির অভিযোগ করেছেন মিরসরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন।

সোমবার মিরসরাইয়ে নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকী প্রদান ও হয়রানি করা হচ্ছে।



আওয়ামী লীগ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে উল্লেখ করে রাতের আধারে তার কর্মী সর্মথকদের বাড়িতে হানা দিচ্ছে।

গিয়াস উদ্দিনের অভিযোগ সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় নিশ্চিত।
তাই অপর প্রার্থী শেখ আতাউর রহমান তার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে।   তবে আতাউর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজাম্মান, সাধারণ সম্পাদক নুরুল হুদা, বারৈয়ারহাট পৌর মেয়র এসএম তাহের ভূইয়া, মিরসরাই পৌর মেয়র এম শাহাজাহান প্রমুূখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।