ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অল্প বৃষ্টিতেই নগরবাসীর দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
অল্প বৃষ্টিতেই নগরবাসীর দুর্ভোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অল্প বৃষ্টিতেই দুর্ভোগে পড়েছে নগরবাসি। নালা-নর্দমা পরিস্কার না থাকায় পানি জমে সড়কে গড়িয়ে পড়ছে।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্কুল কলেজ ও কর্মস্থলগামী মানুষও পড়েছে দুর্ভোগে।

আবহাওয়া অফিস সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলানিউজকে বলেন, সোমবারও হালকা বৃষ্টি থাকবে। আকাশও মেঘলা থাকবে। মঙ্গলবার থেকে পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে বৃষ্টির কারণে কর্মমুখী মানুষ ঘর থেকে বের হলেও, সড়কে পানি-কাদা জমে থাকায় দুর্ভোগে পড়েছে। নালা পরিস্কার না থাকায় হালিশহর, চকবাজার, বাকলিয়া, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে।

মুরাদপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ‘নালা পরিস্কার না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে। নালা উপচে পানি সড়ক দিয়ে গড়িয়ে পড়ছে। গলির ভেতর সড়কগুলোতে হাটার অবস্থা নেই। এ সুযোগে রিকশা চালকরাও অতিরিক্ত ভাড়া দাবি করছে। ’


বাংলাদেশ সময়: ১২২৩ঘণ্টা, ফেব্রুয়ারী ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।