ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে সাবমেশিন কারবাইনসহ দু’ভাই আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
কক্সবাজারে সাবমেশিন কারবাইনসহ দু’ভাই আটক

চট্টগ্রাম: কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকা থেকে একটি বিদেশি সাবমেশিন কারবাইন (এসএমসি) ও গুলিসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব।

এরা হল, রতন পাল (৪০) ও চন্দন পাল (৩০)।

তারা কক্সবাজার সদরের পাল পাড়ার অনাথ বন্ধু পালের ছেলে। তাদের অস্ত্র ব্যবসায়ী করে দাবি করেছে র‌্যাব।


বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের চট্টগ্রাম জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়।

তাদের কাছ থেকে একটি সাবমেশিন কারবাইন এবং ম্যাগজিনভর্তি ২০ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের কর্মকর্তা এএসপি মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকের পর কক্সবাজার থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে এবং উদ্ধার করা অস্ত্রশস্ত্র পতেঙ্গায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে অস্ত্রশস্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।