ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উপজেলা নির্বাচন

প্রার্থী ভোটার মুখোমুখি: দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
প্রার্থী ভোটার মুখোমুখি: দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভোটারদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাই উপজেলা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তরে প্রার্থীরা বিজয়ী হলে উন্নয়ন ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন।



হাটহাজারী উপজেলা পরিষদে ‘ভবিষ্যতের হাটহাজারী প্রার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন জাগৃতি। এতে সহযোগিতা করে হাটহাজারী প্রেসক্লাব।


অন্যদিকে বুধবার দুপুরে মিরসরাই টিডিসি হলে জনতার মুখোমুখি অনুষ্ঠান হয়। সুজন (সুশাসনের জন্য নাগরিক) নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

হাটহাজারী প্রেসক্লাবের সহ-সভাপতি শিমুল মহাজনের সঞ্চালনায় সংলাপে প্রার্থীরা তাদের নির্বাচনী অঙ্গিকার ব্যক্ত করেন।

নির্বাচনী সংলাপে অংশ নেন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. ইসমাইল (মোটর সাইকেল), চাকসু ভিপি মো.নাজিম উদ্দীন (দোয়াত কলম), মাহবুবুল আলম চৌধুরী (কাপ পিরিচ), আবুল মনছুর (ঘোড়া), ফয়েজুল ইসলাম (টেলিফোন), ভাইস চেয়ারম্যান উদয় সেন (উড়ো জাহাজ), নাছির উদ্দীন মুনির (বৈদ্যুতিক বাল্ব), রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জল (বই), নুরুল আবছার (পানির জাহাজ), আইযুব খাঁন (মাইক), জসীম উদ্দীন (টিয়া পাখি), আকতার হোসেন(তালা), সাজেদা বেগম ( প্রজাপতি) ও নুরী মাহফুজ (হাঁস)।

সংলাপ অনুষ্টানে অন্যান্যের মধ্যে জাগৃতির সাধারণ সম্পাদক মো. সিরাজদ্দৌলা মেহেদী, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া, হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ বক্তব্য রাখেন।

মিরসরাইয়ের প্রার্থীরাও ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্কিকার করেছেন তারা।

আমাদের মিরসরাই প্রতিনিধি জানান, সুজন মিরসরাই শাখার সভাপতি ড. জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন সুজন চেয়ারম্যান বদিউল আলম।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া এসময় উপস্থিত ছিলেন।

সংলাপে অংশ নেন চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন (দোয়াত কলম), শেখ আতাউর রহামান (হেলিকপ্টার), ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন (বই), ফেরদৌস হোসেন আরিফ (টিয়া পাখী), মঈন উদ্দিন (তালা), ইয়াছমিন শাহীন কাকলী (প্রজাপতি), রেহানা আক্তার (হাঁস), ইসমত আরা ফেন্সী (কলসী)।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।