ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নীলগিরি পৌঁছেছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
নীলগিরি পৌঁছেছেন রাষ্ট্রপতি

বান্দরবান: বান্দরবানের নীলগিরি পৌছেঁছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট।

বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি রাঙামাটি হতে হেলিকপ্টারযোগে বান্দরবান সদর থেকে ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি পর্যটন কেন্দ্রে পৌঁছ‍ান।



রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে নীলগিরি হেলিপ্যাডে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, চট্টগ্রাম অঞ্চলের জিওসি, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইরফানুল ইসলাম খান পিএসসি, বান্দরবানের জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য প্রমুখ।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য।


সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উঁচু পর্বতে সেনাবাহিনী পরিচালিত বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীলগিরিতে বুধবার রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

রাষ্ট্রপতিকে বরণ করতে নীলগিরি আর্মি ক্যাম্প ও এর আশপাশের এলাকাগুলো পাহাড়ি ঐতিহ্যমণ্ডিত সাজে সাজানো হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতির সফর ঘিরে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বান্দরবান সফর করছেন মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

* রাষ্ট্রপতির সাজেক ভ্যালি পরিদর্শন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।