ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নতুন ঠিকানায় সুপ্রভাত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, ফেব্রুয়ারি ৯, ২০১৪
নতুন ঠিকানায় সুপ্রভাত

চট্টগ্রাম: বর্ধিত কলেবরে যাত্রা শুরু হয়েছে চট্টগ্রামের স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশের। এ উপলক্ষ্যে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশনার দশম বছরে পত্রিকাটির নতুন ঠিকানা চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলায় যাত্রা শুরু করে।

 

দিনভর শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখরিত ছিল সুপ্রভাত কার্যালয়।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নবযাত্রায় সুপ্রভাত বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আগত অতিথিদের স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক রুশো মাহমুদ ও উপদেষ্টা সম্পাদক কবি আবুল মোমেন।

 

শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির’র ভাইস চেয়াম্যান আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়াম্যান আবদুচ ছালাম, ভারতীয় সহকারি হাইকমিশনার সোমনাথ ঘোষ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোনের পরিচালনা সম্পাদক ডা. রমিজ উদ্দিন, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুল্লাহ, শহীদ জায়া বেগম মুশতারি শফি।

 

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ীদের ভালবাসায় সিক্ত হন সুপ্রভাত পরিবার। শুভানুধ্যায়ীরা সুপ্রভাতের নবযাত্রায় সাফল্য কামনা করেছেন।

 

বাংলাদেশ সময়: ১২২৫ঘণ্টা, ফেব্রুয়ারী ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।